
প্রত্যক্ষ করের ওপর নির্ভরতা বাড়বে
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রত্যক্ষ করের ওপর নির্ভরতা বাড়ছে। মোট রাজস্বের ৩৫ শতাংশ প্রত্যক্ষ কর থেকে সংগ্রহের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী অর্থবছরে সরকার মোট ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে এনবিআরের মাধ্যমে সংগ্রহ করতে চায় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআরের লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ বা এক লাখ ৩০ হাজার কোটি টাকা আয়কর থেকে সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
লক্ষ্যমাত্রার ২৭ শতাংশ বা এক লাখ কোটি টাকা বা আমদানি ও রপ্তানি পর্যায়ের রাজস্ব থেকে সংগ্রহের প্রাক্কলন করা হচ্ছে। আর বাকি এক লাখ ৪০ হাজার কোটি টাকা বা এনবিআরের লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ আসবে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) থেকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে