‘এল ক্লাসিকো’য় ব্যর্থতা ঘুচবে কার

প্রথম আলো প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ২০:০০

এল ক্লাসিকো শব্দটা বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কিন্তু বিশ্ব-ফুটবলে এল ক্লাসিকো মানেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই। স্প্যানিশ লিগে রাজত্ব চলে তাদের। বিশেষ করে দুই দশক ধরে এই দুই দল একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে। কখনো এই দল লিগ জিতছে, না হলে ওই দল। এক মৌসুমে এ দলের পৌষ মাস তো আরেক মৌসুমটা অন্য দলের। মাঝেমধ্যে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় অমাবস্যার চাঁদের মতো হাজির হয় অন্য কোনো দল (আতলেতিকো মাদ্রিদ)। কখনো রিয়াল–বার্সেলোনা খুব বাজে সময় কাটায়। তবে একই সঙ্গে দুই দলের ‘চরম’ বিপর্যয় দেখেনি কেউ।


ক্রিকেটের সফলতম ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল–কেও লা লিগার সঙ্গে তুলনা করা যায়। সেখানেও রাজত্ব চলে দুই দলের—মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের। এখন পর্যন্ত শেষ হওয়া ১৪ মৌসুমের ৯টি শিরোপা ভাগাভাগি করেছে দুই দল। মুম্বাই পাঁচবার এই শিরোপা জিতলেও মাত্র ১২ আসরে অংশ নিয়ে যার ৯ বারই ফাইনাল খেলেছে চেন্নাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও