হাওরের ৪১% ধান কাটা সারা: কৃষি মন্ত্রণালয়
আকস্মিক পাহাড়ি ঢলে নিমজ্জিত হওরাঞ্চলের ৪১ শতাংশ ফসলী জমির বোরো ধান ‘তড়িৎ পদক্ষেপ নিয়ে’ বুধবারের মধ্যেই কেটে ফেলা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
হাওর অঞ্চলের সাতটি জেলার ধান কাটার অগ্রগতির এই তথ্য বৃহস্পতিবার এক বিবৃতিতে তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, বুধবার পর্যন্ত হাওরের ৪১ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের ৩৮ শতাংশ, নেত্রকোণায় ৭৩ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ার ২৯ শতাংশ, সিলেটের ৩৭ শতাংশ, মৌলভীবাজারের ৩৬ শতাংশ, হবিগঞ্জের ২৫ শতাংশ এবং সুনামগঞ্জের ৪২ শতাংশ ধান কেটে ঘরে তোলা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, এ বছর দেশের হাওর অঞ্চলের সাতটি জেলা কিশোরগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের হাওরে বোরো ধান আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৩৮ হেক্টর জমিতে। আর ‘নন-হাওরে’ আবাদ হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৮০ হেক্টর জমিতে।