কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নবজাতকের যত্ন

শেয়ার বিজ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৬:৩৯

পরিবারে নতুন শিশু মানেই যেন আনন্দ আর উচ্ছ্বাসের আগমন। জন্মের পর থেকে ২৮ দিন পর্যন্ত বয়সের শিশুকে নবজাতক বলা হয়। তবে যতটা আনন্দ, ততটা দুশ্চিন্তাও থাকে নবজাতককে ঘিরে। দুশ্চিন্তা শিশুর সঠিক পরিচর্যা নিয়ে, দুশ্চিন্তা শিশুর সুস্থতা নিয়ে। আর এ বিষয়টি থেকে মুক্তি পেতে নবজাতকের সঠিক পরিচর্যা সম্পর্কে জানা একান্ত প্রয়োজন।


নবজাতকের পরিচর্যার জন্য প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো প্রসূতী মায়ের পরিচর্যা। একজন গর্ভবতী মা সঠিক পুষ্টি পাচ্ছেন কি না দেখতে হবে। কারণ গর্ভবতী মায়ের এ পুষ্টির ওপর অনাগত শিশুর শরীরের পুষ্টি নির্ভর করবে। গর্ভবতী মাকে গর্ভাবস্থায় শান্ত পরিবেশ দেয়া হচ্ছে কি না, তা দেখতে হবে। কারণ মা যদি চাপযুক্ত জীবনযাপন করেন, তার প্রভাব গর্ভে থাকা শিশুর ওপর পড়বে। এ সময় একজন গর্ভবতী নারীকে নিয়মিত চেকআপ করাতে হবে। এ ক্ষেত্রে পুরা গর্ভাবস্থায় অন্তত চারটি চেকআপ করাতে হবে। এ চারটি চেকআপ করে দেখতে হবে গর্ভে থাকা সন্তানের কোনো সমস্যা হলো কি না। শিশু ঠিকমতো নড়াচড়া করছে কি না। শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো তৈরি হয়েছে কি না। গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ অথবা খিঁচুনিজনিত কোনো রোগ তৈরি হলো কি না, তা খেয়াল রাখতে হবে গর্ভবতী মায়ের নিয়মিত চেক আপের মাধ্যমে। উল্লিখিত বিষয়গুলোর প্রতিটি গর্ভে থাকা শিশুর ওপর প্রভাব ফেলে। গর্ভাবস্থার শেষের দিকে মায়ের জ্বর বা প্রস্রাবে সংক্রমণ হলো কি না, সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও