অফিস যাত্রা নিয়ে মানুষের অনীহার অন্ত নেই। কখনও দেখা যায় কেউ এমন একটি পেশায় রয়েছেন যা আদৌ ভালবাসেন না তিনি। আবার এমনও হতে পারে, সহকর্মীদের বদান্যতায় কাজের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে।
অনেকে আবার দীর্ঘ দিন একই কাজ করতে করতে ভুগতে পারেন একঘেয়েমিতেও। রইল এমন কিছু টোটকা যা এই ধরনের সমস্যা সমাধানে হতে পারে চাবিকাঠি।