চলছে পবিত্র রমজান মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে সুদ্ধ করার চেষ্টা করে তাকেন মুলমানরা। এই রমজান উপলক্ষে কণ্ঠশিল্পী সাব্বির নাসির প্রথমবার প্রকাশ কররেন নাতে রাসুল (সা.)।
‘কি নেশা’ শিরোনামের বাংলা এই সুফী গানটি বুধবার গায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা ও কম্পোজিশন করেছেন প্লাবন কোরেশী। মিউজিক করেছেন ঋষিকেশ রকি।