You have reached your daily news limit

Please log in to continue


‘কেউ হারে আর কেউ হার মেনে নেয়’, কেন বললেন আরিয়ান খান

নির্মাতা হিসেবে ক্যারিয়ারের প্রথম কাজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর নানা আলোচনা এবং আইনি জটিলতায় জড়ালেও এতদিন চুপ করে ছিলেন এর পরিচালক আরিয়ান খান। এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে সিরিজটি নিয়ে কথা বলেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিবৃতিতে শাহরুখপুত্র আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলে তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজ়েই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপটি।

সংলাপটি হল, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।”

এই কথাটি তাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানিয়েছেন আরিয়ান।

আরিয়ান বলেছেন ‘দ্য ব্যাড্স অব বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে তা পর্দায় গল্প তুলে ধরতে চান বলে জানিয়েছেন আরিয়ান।

আরিয়ান বলেন, “সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। ঠিক জরজ (সিরিজেরর চরিত্র) যেমন বলেছিল, ‘এ বার চিনতে পারছ আমি কে?’”

বিতর্কিত চুম্বন দৃশ্য, রাণবীর কাপুরের ধূমপানসহ কয়েকটি বিষয়ে মুক্তির পরপরই আলোচিত ও সমালোচিত হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’। এছাড়া মানহানির অভিযোগে নির্মাতাদের বিরুদ্ধে দুই কোটি রুপির ক্ষতিপূরণ দাবিতে মামলা ঠুকে দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন