You have reached your daily news limit

Please log in to continue


বাবা-মায়ের দ্বন্দ্বে নুহাশের ‘জটিল’ প্রতিক্রিয়া

প্রয়াত কিংবদন্তী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর প্রথম স্ত্রী গুলতেকিন খান-এর একটি ফেসবুক পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সাংসারিক জীবনের একটি বেদনাদায়ক ঘটনার উল্লেখ করে লেখা তার সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টটি ঘিরে একদিকে যেমন নেটিজেনদের একটি অংশ গুলতেকিন খানের যন্ত্রণার সমব্যথী হয়েছেন, তেমনি আরেক পক্ষ প্রয়াত লেখককে নিয়ে এমন লেখা প্রকাশের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

দুই পক্ষের এমন তীব্র প্রতিক্রিয়ায় শেষমেশ মুখ খুললেন তাঁদের ছেলে, তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে একটি দার্শনিক পোস্ট দিয়ে তিনি যেন বাবা ও মায়ের দ্বন্দ্বে বিচলিত তাঁর অনুভূতির কথাই তুলে ধরলেন।

কার পক্ষ নিলেন নুহাশ?

তরুণ এই নির্মাতা পোস্টে সরাসরি বাবা কিংবা মায়ের কারো পক্ষ না নিয়ে বরং একটি সূক্ষ্ম সত্য তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে, যে মরে গেছে তাকে অসম্মান করা হবে।"

নুহাশের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, তিনি একইসঙ্গে মায়ের বেদনা এবং বাবার শিল্পকর্ম দুটোর প্রতিই সম্মান জানাতে চান। তিনি মনে করেন, একজন শিল্পীর কাজকে ভালোবাসা আর তাঁর ব্যক্তিগত জীবনের ত্রুটিগুলোকে স্বীকার করা—এই দুটি বাস্তবতাই পাশাপাশি সত্যি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন