কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুল্ক ফাঁকির ৪ বছর পর ধরা পরলো oppo!

www.techtrendbd.com প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২২:২৪

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপোর বিরুদ্ধে আমদানি শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে। ঘটনা ২০১৮ সালে ঘটলেও, চলতি বছরের শুরুতে এক অনুসন্ধানে শুল্ক ফাঁকির বিষয়টি ধরা পড়ে। সর্বশেষ প্রায় দুই মাস আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দাবিনামা সম্বলিত কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে।


টেকট্রেন্ডবিডির হাতে পৌঁছানো ওই নোটিশে অপোর বিরুদ্ধে ৪৬ লাখ টাকার বেশি শুল্ক ফাঁকি দেয়ার তথ্য মিলেছে।


সূত্র জানায়, সম্প্রতি অপো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কো (oppo Bangladesh Communication Equipment Co.) নামের প্রতিষ্ঠানটি মোবাইল সেট আমদানির সময় আন্ডার ইনভয়েসিং ও অন্যান্য অনিয়মের মাধ্যমে শুল্ক ফাঁকি সংক্রান্ত গোপন সংবাদ পেয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। অনুসন্ধানকারী কর্মকর্তা একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে এই শুল্ক ফাঁকির অভিযোগ তোলা হয়।


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির বরাত দিয়ে দাবিনামা সম্বলিত কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, ২০১৮ সালে আমদানিকৃত 1803 মডেলের ২০০০ টি অপো ব্র্যান্ডের মোবাইল সেট আমদানি বেশি প্রদর্শিত হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে উল্লেখিত মডেলের সব বিল অব এন্ট্রি দাখিল করতে মৌখিকভাবে বলা হলেও প্রতিষ্ঠানটি তথ্যাদি দাখিল করেনি।


অর্থাৎ প্রতিষ্ঠানটি মোবাইল হ্যান্ডসেট কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর সেকশন -৩২ লঙ্ঘন করে মিথ্যে ঘোষণায় শুল্ক করাদি ফাঁকি দিয়ে অতিরিক্ত হ্যান্ডসেট আমদানি করেছে।


জানা গেছে, ২০১৮ সালে বর্ণিত মডেলের প্রতি ইউনিটের শুল্কায়নযোগ্য মূল্য ছিল ৯৬ মার্কিন ডলার, শুল্ক হার ছিল ২৮.৫%, মুদ্রা বিনিময়ের হার ছিল ৮৩.০০ টাকা। সে হিসেবে শুল্কায়নযোগ্য মূল্য এক কোটি বাষটি লাখ ছাপ্পান্ন হাজার তিনশত চৌদ্দ টাকা এবং আদায়যোগ্য শুল্ক করাদির পরিমান ছেচল্লিশ লাখ তেত্রিশ হাজার ঊনপঞ্চাশ টাকা।


এদিকে পরিহারকৃত শুল্ক করাদি বাবদ ছেচল্লিশ লাখ তেত্রিশ হাজার ঊনপঞ্চাশ টাকা টাকা আদায়ে কেন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে প্রতিষ্ঠানটিকে ৩০ কার্য দিবসের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।


তবে নির্দিষ্ট সময়ের মধ্যে অপো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কো কোনো জবাব না দেয়ায় সম্প্রতি দাবিনামা সম্বলিত কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে ফের জবাব দিতে বলা হয় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে। এই সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে রক্ষিত দলিলাদির ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।


এ বিষয়ে জানতে অপো কর্তৃপক্ষের সঙ্গে ই-মেইল ও মুঠোফোনে টেকট্রেন্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও