নৈরাজ্যের শেষ কোথায়?
ঢাকা কলেজের ছাত্রদের সাথে কলেজ ঘেঁষে গড়ে ওঠা নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড ও অন্যান্য মার্কেটের দোকান কর্মচারী ও হকারদের মধ্যে লড়াই ঐতিহাসিক কাল থেকে চলে আসছে।
দোকানে দোকানে চাঁদাবাজি করা, কোনো জামা কাপড় পছন্দ হলে দাম না নিয়ে তুলে আনা, দোকানে ফাও খাওয়া তো আছেই, আছে চাঁদার জন্য ব্যবসায়ীকে এনে হোস্টেলে আটকে রেখে নির্যাতনের ঘটনাও। এ নিয়ে সংঘর্ষ লেগেই থাকে এবং এসব সংঘর্ষ মাঝে মাঝেই ভয়ংকর রক্তক্ষয়ী হয়ে ওঠে, যেমন রক্তক্ষয়ী হয়ে উঠেছিল ১৯ এপ্রিল। একজন দরিদ্র নিরীহ পথচারীর মৃত্যুর মধ্য দিয়ে প্রশ্ন উঠল – এ নৈরাজ্যের শেষ কোথায়?