কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রুনো, গ্যালিলিও, হৃদয় মণ্ডল...

www.ajkerpatrika.com সাজিদ মোহন প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৫:৫৬

কোপার্নিকাস তার শেষ জীবনে ‘দ্য রিভলিউশনিব্যস’ নামে বইয়ে লিখে গিয়েছিলেন, ‘সূর্য নয়, বরং পৃথিবীই সূর্যের চারদিকে ঘোরে।’ কোপার্নিকাসের মতবাদে বিশ্বাস করতেন ব্রুনো এবং প্রচার করতেন। তখনকার বাঘা বাঘা পণ্ডিত আর ধর্মযাজকেরা মনে করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে সব গ্রহ-নক্ষত্র। বাইবেলে নাকি এমন কথাই লেখা ছিল। ব্রুনো যা বলেছেন সবই ধর্মবিরোধী। ধর্ম ও বাইবেলের বিরুদ্ধে কথা বলার অপরাধে তৎকালীন ইতালির পোপের নির্দেশে ব্রুনোকে বন্দী করে দীর্ঘ আট বছর চলে নির্যাতন এবং ১৬০০ সালে তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়।


গ্যালিলিওকেও তৎকালীন ক্যাথলিক চার্চ শাস্তি প্রদান করেছিলেন। তিনিও কোপার্নিকাসের মতবাদ প্রচার করেছিলেন। বলেছিলেন, ‘ব্রুনোকে অন্যায়ভাবে হত্যা করেছে মূর্খ যাজকেরা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও