ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক ঝুঁকি ও সরকারের দায়বদ্ধতা
গত এক শতাব্দীতে বিশ্বায়ন ও বৈদেশিক বাণিজ্য বিশ্বে অভূত পরিমাণের সম্পদ সৃষ্টি করেছে এবং মানবজাতির অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অতুলনীয় অবদান রেখেছে। এ সমৃদ্ধি অর্জনে বিশ্বায়ন ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া যুদ্ধ বিশ্বায়নের অবসান না ঘটালেও, এর গতিকে শ্লথ করবে, যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান নিউইয়র্ক টাইমস–এ গত ৩১ মার্চ এক কলামে আশঙ্কা করেছেন যে যুদ্ধের মাধ্যমে বিশ্ব বাণিজ্যের গতিকে মন্থর করার কারণে উন্নত বিশ্বের অর্থনীতিতে লাগা ধাক্কা তারা সামলাতে পারলেও বিকাশমান অর্থনীতির দেশগুলোতে এর প্রভাব হবে ভয়াবহ। বাংলাদেশ সম্পর্কে তিনি সুস্পষ্টভাবে লিখেছেন, ‘আমার আশঙ্কা, বাংলাদেশের মতো দেশ, যার সাম্প্রতিক বছরগুলোর অর্থনৈতিক অগ্রগতি ছিল অনেকাংশে তৈরি পোশাক রপ্তানির ওপর নির্ভরশীল, বিশ্ববাজারে অভিগম্যতা সংকোচনের কারণে ভয়াবহ দারিদ্র্যের কবলে পড়বে।’