৫০ ভাষায় আসছে হাজার কোটি আয়ের ‘আরআরআর’

যুগান্তর প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১৭:২৫

ভারতীয় ইতিহাসে ইতোমধ্যে রেকর্ড গড়েছে দক্ষিণী সিনেমা ‘আরআরআর’।  বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি ভারতের বক্স অফিসে সর্বকালের সেরার তালিকায় নাম লিখিয়েছে। 



সিনেমাটির এতো আয়ের অন্যতম কারণ গত ২৫ মার্চ প্রেক্ষাগৃহে এটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম মোট ৫ ভাষায় মুক্তি পায়। প্রতিটি ভাষাতেই ব্যবসাসফল হয় এটি।


এবার ৫০ ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত। তিনি সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে হাজার কোটি রুপি আয়ের সাফল্য উদ্‌যাপনে পার্টির আয়োজন করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও