![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fb4ef22a4-f6f6-4880-998b-f7d65fe11faf%252Fabnormal_death.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ইমন নামে আরও এক কিশোর। তার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের পাহাড়তলী থানার ঈদগা কাঁচা রাস্তামাথা এলাকায় একটি চা–দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম নগরের মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত ফাহিমের বাবা মোহাম্মদ জহির প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে যাঁরা মেরেছেন তাঁদের শাস্তি চান। কেন মেরেছেন, তিনি জানেন না।