এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ৩৬ হাজার গাছ

বাংলা ট্রিবিউন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৯:৫৯

এক সময়ের গাছপালাবিহীন ধু ধু প্রান্তরের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন সবুজের সমারোহ। ৯ বছরে পুরো ক্যাম্পাসে গাছের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজারে। মোট ৩০০ প্রজাতির গাছ রয়েছে এই ক্যাম্পাসে। এতে পুরো ক্যাম্পাস নৈসর্গিক সৌন্দর্যে আকৃষ্ট করছে শিক্ষার্থীসহ ঘুরতে আসা হাজার হাজার দর্শনার্থীকে।


২০১৩ সালে নির্মিত হয় বিশ্ববিদ্যালয়টি। সে সময়ের গাছপালাবিহীন ক্যাম্পাসে এসে হতাশ হতেন শিক্ষার্থীরা। প্রখর রোদে ছায়ায় দাঁড়ানোর অবস্থাও ছিল না। এরপর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আবু সালা মোহাম্মদ ওয়াদুদুর রহমান ওরফে তুহিন ওয়াদুদ; শিক্ষার্থী ও কর্মচারীদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করে ক্যাম্পাসে লাগানো শুরু করেন। মাত্র ৯ বছরের মধ্যেই দেখতে দেখতে এখন পুরো ক্যাম্পাসে ৩০০ প্রজাতির ৩৬ হাজার গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ যেন নয়নাভিরাম সবুজের সমারোহ। এর মধ্যে ওষুধি, ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছ আছে। বিশেষ করে অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে, যা এখন আর দেখতে পাওয়া যায় না। দেশের আর কোনও বিশ্ববিদ্যালয়ে এত গাছ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও