![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/panchagarh-jolobay-20220416095924.jpg)
পঞ্চগড়ে পাকা বাড়ির মেঝে দিয়ে হঠাৎই উঠছে পানি
পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বাসা বাড়ির মেঝে আকশ্মিক পানিতে ভিজে যাচ্ছে। কোনো কোনো বাড়ির মেঝেতে পানি জমে যাচ্ছে। এমন ঘটনায় অবাক হয়েছেন অনেকে। অনেকের মাঝে পানি নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।
তবে আবহাওয়াবিদদের বক্তব্য তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আবহাওয়ায় জলীয় বাষ্প বৃদ্ধির কারণে এমন ঘটনা ঘটা স্বাভাবিক। আপাতত এ নিয়ে আতংকের কিছু নেই।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, বর্তমানে পঞ্চগড়ের ভূগর্ভে ২৮ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উপরিভাগে বিরাজ করছে ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের মাটির নিচে অনেক পাথর ও বালি থাকার কারণে ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে গেছে। সেই তুলনায় উপরিভাগের তাপমাত্রা কম। অতিরিক্ত তাপমাত্রার কারণে মাটির নিচের পানি উপরিভাগে উঠে আসতে পারে।
তবে এমন ঘটনা শুধুমাত্র পাকা বাড়িতেই দেখা যাবে বেশি। কারণ পাকা বাড়ি নির্মিত হয় ইট সিমেন্ট দিয়ে। এসব বাড়িতে মেঝেগুলোর তাপমাত্রা বেড়ে যায়। তাই অনেক সময় মেঝে ভিজে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে। আগামী ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা আরও বেড়ে যাবে। ২৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই এবার গরম বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেঝে
- জলীয় বাষ্প
- তাপমাত্রা বৃদ্ধি