ডেন্টালে ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল, প্রতি আসনে লড়বে ১২১ জন
                        
                            www.ajkerpatrika.com
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ১৫:০১
                        
                    
                আগামী ২২ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী লড়াই করবেন। গত বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে আসনপ্রতি লড়াই করেছেন ৯৭ জন শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি শিক্ষার্থী বেড়েছে ২৪ জন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী লড়াই করবেন।