You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ায় যেভাবে কাটছে তাসকিনের সময়

অনেক আগেই অস্ট্রেলিয়ার নাগরিক হয়েছেন তাসকিন রহমান। ঢাকার চলচ্চিত্রে কাজের ব্যস্ততা বাড়ার পর ঢাকা-সিডনি যাতায়াতের মধ্যেই ছিলেন এই অভিনেতা। দুই দেশে যাতায়াত সমন্বয় করে কাজ করেছেন। করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে এখন। অনেক দিন হলো চলচ্চিত্রের তাঁর সহকর্মীরা শুটিং, ডাবিংয়ে নেমে পড়েছেন। নতুন নতুন সিনেমায় কাজ করছেন তাঁরা। কিন্তু তাসকিন রহমানের কোনো খবর নেই। ২০২০ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ায় চলে যান। আর ফেরেননি।

এত দীর্ঘ সময় তাসকিন কী করছেন সেখানে? যোগাযোগ করা হলে এই অভিনেতা জানান, নিজের চোখের চিকিৎসা নিতেই দীর্ঘ সময় সেখানে আছেন তিনি। বলেন, ‘চিকিৎসকের পরামর্শে চলছি। খুব একটা জটিল কিছু না। অপটিক্যাল নার্ভের একটু সমস্যা হয়েছে। চিকিৎসক বলেছেন, কর্নিয়ার নিরাপত্তার জন্য অস্ত্রোপচার করতে হবে।’ তাঁর কথা, চোখ একটি স্পর্শকাতর জায়গায়। চিকিৎসায় সময় লাগে। হুট করে বললেই তো আর অস্ত্রোপচার হবে না। নাম জমা দেওয়ার পর অপেক্ষমাণ তালিকা থেকে নাম এলে তারপর চিকিৎসক অস্ত্রোপচারের সময় জানাবেন। তিনি বলেন, ‘আশা করছি কিছুদিনের মধ্যে অস্ত্রোপচার হবে। তার আগে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন