খেলাপি হতে চলেছে শ্রীলঙ্কা: ক্রেডিট রেটিং সংস্থা
সাত দশকের মধ্যে চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার ঋণ খেলাপি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে সতর্ক করেছে বিশ্বের বড় দুটি ক্রেটিড রেটিং সংস্থা।
শ্রীলঙ্কার ঋণমান তলানিতে নামিয়ে এনে ফিচ রেটিং বলেছে, দেশটির সরকারের খেলাপি হওয়ার পথে। একই ধরনের ঘোষণা দিয়ে এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস বলেছে, শ্রীলঙ্কা যে খেলাপি হতে যাচ্ছে, তা এখন ‘দৃশ্যমানভাবেই নিশ্চিত’।
বিবিসি লিখেছে, বিদেশি ঋণের কিছু কিস্তি যে আপাতত শোধ করা যাচ্ছে না, এ সপ্তাহেই তা স্বীকার করেছে শ্রীলঙ্কা সরকার। দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে আসায় তৈরি হয়েছে এ সঙ্কট।
শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক সার্বভৌম বন্ডের সুদ বাবদ ৭ কোটি ৮০ লাখ ডলার (৭৮ মিলিয়ন ডলার) পরিশোধ করতে হবে সোমবার। ৩০ দিন সময়ের মধ্যে তা পরিশোধ করা না গেলে প্রথমবারের মত খেলাপি হিসাবে চিহ্নিত হবে ১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়া দেশটি।