You have reached your daily news limit

Please log in to continue


এবার পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিলেন ইলন মাস্ক

এবার পুরো টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানির এ প্রতিষ্ঠাতা সিইও ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চান। এই প্রস্তাব তিনি নথি আকারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছেন।

গত ১৪ মার্চ টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন মাস্ক। এসব শেয়ারের মোট মূল্য প্রায় ২৮৯ কোটি ডলার। এতে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে ৪ গুণ বেশি শেয়ারের মালিক বনে যান তিনি। এর পরপরই ইলন মাস্কের টুইটারের পরিচালনা বোর্ডের সভায় যোগ দেওয়ার কথা ওঠে। এতে কর্মীদের আতঙ্কিত হয়ে পড়ার খবর পাওয়া যায়। পরে মাস্ক নিজেই বোর্ড সভায় যোগ না দেওয়ার কথা জানান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন