কাশিমপুর কারাগারে নববর্ষের ‘মেজবানি’
বাংলা নববর্ষ উপলক্ষে কাশিমপুর কারাগাকমপ্লেক্সে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে একটিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মেজবানি’ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাকর্মকর্তারা নিজ নিজ কারাগারের নানা অনুষ্ঠানসূচির কথা জানান।
বিশেষ বিশেষ দিনগুলোতে দেশের প্রায় সব কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।
মেজবানির খাবারে প্রধানত থাকে ভাত, মাংস ও ছোলার ডাল। ঢাকায় প্রতিবছর মেজবানির আয়োজন করে চট্টগ্রাম সমিতি, স্থানীয় ভাষায় এটিকে ‘মেজ্জান’ বলা হয়। করোনা মহামারীর মধ্যে গত দুবছর এই আয়োজন বন্ধ ছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাংলা নববর্ষ
- নববর্ষ
- মেজবানি মাংস