![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F14%2F277612019_1076758789721983_9185125286538911432_n-85bdf5cb333e12e6b3af38108b770bad.jpg%3Fjadewits_media_id%3D786582)
মঙ্গল শোভাযাত্রা শুরু (ফটো স্টোরি)
বাংলা নববর্ষ বরণের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় এ শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাকে ঘিরে টিএসসিসহ পুরো ক্যাম্পাস এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। ছবিতে মঙ্গল শোভাযাত্রার কয়েকটি মুহূর্ত।