কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের শাসক হিসেবে কেমন হবেন শাহবাজ শরিফ

প্রথম আলো পাকিস্তান হান্নাহ এলিস প্যাটারসন প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১৯:৪১

তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক। কবিতার প্রতি তাঁর অগাধ ভালোবাসা। তিনি প্রায়ই বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিশিয়াল মিটিং শুরু করেন। তিনি শাহবাজ শরিফ। সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তাঁর প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতা-উল-হক কাসমির একটি কবিতার লাইন। লাইনটি ছিল, ‘সব লালসার শৃঙ্খল ছিঁড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ।’


শাহবাজের প্রধানমন্ত্রীর চেয়ারে বসা পাকিস্তানের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ‘রাজবংশ’ হিসেবে ধনী শরিফ পরিবারের প্রত্যাবর্তনকে নিশ্চিত করে। তাঁর ভাই নওয়াজ শরিফ ১৯৯০ থেকে ২০১৭ সালের মধ্যে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই সময়টাতে শাহবাজ পাকিস্তানের সবচেয়ে জনবহুল রাজ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নওয়াজকে এমন একজন নেতা হিসেবে সাধারণত দেখা হয়ে থাকে, যিনি নিজের দিকে ভিড় টানতে পারেন এবং দ্রুত ভোটারদের মন জয় করতে পারেন। আর শাহবাজ নীতি এবং উচ্চাভিলাষী উন্নয়ন অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহারিক দক্ষতা দেখানোর জন্য বেশ পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও