ক্ষতিকর রেডিয়েশন ছড়ায় অপো ফোন

dhakamail.com প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১৪:০৯

স্মার্টফোনে উচ্চ মাত্রার রেডিয়েশন ছড়ানোর নজির পাওয়া গেছে। সবচেয়ে বেশি রেডিয়েশন ছড়ানোর তিন ফোনের তালিকায় আছে অপো, ওয়ানপ্লাস এবং গুগলের পিক্সেল ফোন। 


কম বেশি সব মোবাইল ফোন থেকেই ছড়িয়ে পড়ে রেডিওফ্রিকোয়েন্সি (আরএফ)। কিন্তু তার একটি সহনমাত্রা নির্দিষ্ট করা থাকে। কিছু কিছু স্মার্টফোন সেই মাত্রা ছাড়িয়ে রেডিয়েশন ছড়ায়।


ব্যাঙ্কলেস টাইমসের নতুন রিপোর্টে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ,স্মার্টফোনগুলোতে উচ্চ মাত্রার আরএফ নির্গত হয়েছে। এই রেডিয়েশনের মাত্রাকে নির্দিষ্ট শোষণ অনুপাত বা এসএআর মানের ভিত্তিতে র‌্যাঙ্ক দেওয়া হয়েছে। এই র‌্যাঙ্ক প্রতিটি স্মার্টফোনের বাক্সের পিছনে উল্লেখ করা থাকে। তবেই তা বাজারে বিক্রির অনুমতি পায়।


এসএআর মান পরিমাপ করা হয় ওয়াট প্রতি কিলোগ্রামে। ভারতে সহনশীল এসএআর সীমা 1.66 W/Kg বলে স্থির করা হয়েছে। 


প্রতিবেদনে দেওয়া স্মার্টফোনের তালিকায় যে সব ফোন এই সীমার একেবারে কাছে রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি পাওয়া যায় ভারতেও। এ দেশে বিক্রি হওয়া এসএআর সীমার কাছাকাছি থাকা স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে ওয়ান প্লাস, গুগল এবং অপো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও