রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার
দাবি মেনে নেওয়ার আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানানো হয়।
এ সময় দাবি মেনে নেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘আজকের এ কার্যক্রমে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।’
বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।