পলাতক রুশপন্থি ইউক্রেনীয় রাজনীতিক ‘আটক’, বন্দি বিনিময়ের প্রস্তাব জেলেনস্কির

এনটিভি ইউক্রেন প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৯:৫০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে দেশের জ্যেষ্ঠতম রুশপন্থি রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে বন্দি করা হয়েছে বলে সগর্বে ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকা ভিক্টর মেদভেদচুক পলাতক ছিলেন। খবর বিবিসির। 


যুদ্ধের ৪৮তম দিনে জেলেনস্কি তাঁর রাত্রিকালীন ভাষণে দাবি করেন, মেদভেদচুক বিচারের হাত থেকে পালানোর জন্য সামরিক ছদ্মবেশে ছিলেন। এমন কাণ্ডের নিন্দা জানান জেলেনস্কি।


জেলেনস্কি বলেন, ‘মেদভেদচুক যদি সামরিক পোশাক বেছে নেন, তাহলে তিনি যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়ছেন।’


জেলেনস্কি আরও জানান, তাঁরা রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয়দের সঙ্গে মেদভেদচুক বিনিময়ের প্রস্তাব দেবেন।


‘মেদভেদচুক রাশিয়ার জন্য উদাহরণ হোক’, যোগ করেন জেলেনস্কি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও