‘মেয়ে শিশুর মসজিদে যাওয়া নিয়ে আপত্তি, সংঘর্ষ ইসলামসম্মত নয়’
ইসলামি চিন্তাবিদরা বলছেন, চার বছরের মেয়ে শিশুর মসজিদে বাবার সঙ্গে নামাজ পড়তে যেতে কোনো বাধা নেই। এটাকে ইস্যু করে সংঘর্ষ এবং একজনের মৃত্যু খুবই দুঃখজনক।ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে তারা মনে করেন। গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগরইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আড়ো নামক এলাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত লাল চান মিয়া (২৮) রবিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অববস্থায় মারা যান।
স্থানীয় পর্যায়ে কয়েকজনের সঙ্গে টেলিফোনে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম তার চার বছরের মেয়েকে নিয়ে পাশের বাড়ির মসজিদে যান নামাজ পড়তে। তিনি মেয়েকে নিয়ে ইমামের পেছনের সারিতে দাঁড়ান। এতে আপত্তি জানান প্রতিবেশী আলাল উদ্দিন। নামাজ শেষে এ নিয়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নিলে আলাল উদ্দিন আহত হন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নামাজ
- নামাজ শিক্ষা
- মসজিদ
- নামাজ আদায়