থানা থেকে মুক্তি: মায়ের লাশ কাঁধে নিয়ে ফিরলেন দুই ছেলে
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-ইন্টার্ন চিকিৎসক মারামারি, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মৃত রোগীর স্বজনদের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকরা তাদের মৃতদেহ নিতে দেননি। উল্টো মৃত রোগীর দুই ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন। তবে চিকিৎসকরা বলেছেন, রোগীর স্বজনরা অসত্য অভিযোগ করছেন। তারা চিকিৎসকদের মারধর, ভাঙচুর করেছেন।
আজ রবিবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে নগরীর দৌলতপুরের পাবলা কারিকরপাড়ার মাওলানা আব্দুর রাজ্জাকের স্ত্রী পিয়ারুন্নেছা (৫৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ব্যথা ও পায়খানা-প্রসাব না হওয়ায় রাতেই মেডিক্যাল হাসপাতালের তৃতীয় তলায় ১১-১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেই অনুয়ায়ী চিকিৎসা শুরু হয়। তবে শনিবার রাতে রোগীর অবস্থা গুরুতর হলে তার ছেলেরা চিকিৎসক ডেকেও পাননি। রাত ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় রোগীর ছেলে মো. মোস্তাকিম গিয়ে ডাক্তারের কাছে তার মায়ের চিকিৎসার অবহেলার অভিযোগ তোলেন।