কোভিড: টানা ৬ দিন মৃত্যুহীন, দিনে শনাক্ত ৪২
দেশে গত এক দিনে ৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, টানা ষষ্ঠ দিন কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৪২ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ। আগেরদিন এ্ই হার ছিল শুন্য দশমিক ৬২ শতাংশ।
গত ২৫ মার্চের পর থেকেই দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে রয়েছে। শনিবার একদিনে শনাক্ত হয় ২৮ জন রোগী। করোনাভাইরাস মহামারীর শুরুর বছর ২০২০ সালের ৫ এপ্রিলের পর একদিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি।
নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৩ জন রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস আগে