বান্দরবানে ‘প্রথম’ মারমা-বাংলা অভিধানের মোড়ক উন্মোচন
বান্দরবানে ‘প্রথম’ মারমা-বাংলা অভিধান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইয়ের লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর জুয়েল বড়ুয়া।
জেলা শহরে মধ্যমপাড়ায় মাস্টার গেস্ট হাউস মিলনায়তনে শুক্রবার সকালে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বান্দরবান ডনবস্কো উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মারমা ভাষার লেখক-গবেষক ক্য শৈ প্রু খোকা।
মোড়ক উন্মোচনকালে তিনি বলেন, “মারমা সমাজের কেউ এখনও নিজেদের মারমা ভাষায় অভিধান রচনা করতে পারেনি। কিন্তু নিজের মাতৃভাষা মারমা না হয়েও এমন একজন প্রথম মারমা-বাংলা ভাষায় অভিধান রচনা করেছেন, যেটি দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মোড়ক উন্মোচন
- মারমা উপজাতি