কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জমি নিয়ে বিরোধ ও সহিংসতা : জীবনের ওপর কী প্রভাব ফেলে

নয়া দিগন্ত প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ১৪:১৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট গ্রামের বাসিন্দা তৌহিদুল ইসলাম। পূর্ব পুরুষের জমির বিরোধ নিয়ে তার বাবা এবং বড় ভাইকে হত্যা করা হয়েছে।


তৌহিদুল ইসলামের ভাষায়, তাদের জমি প্রতিপক্ষ দখল করে নিতে চাইলে ওই প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিল। এক পর্যায়ে তৌহিদুল ইসলামের ভাই এবং বাবা হত্যাকাণ্ডের শিকার হন।


তিনি বলছেন, এখন তার পরিবারে সদস্য সংখ্যা ১১ জন। পরিবারের দু’জন কর্মক্ষম মানুষ নিহত হওয়ায় এখন সব দায়িত্ব তার উপর।


তিনি বলেন, ‘আমাদের অবস্থা একেবারে করুণ। আমরা যে কোথাও যাবো সে অবস্থা নেই। আমাদের এখন কোনো জমি নেই। দাদা আমাদের যে জমি দিয়ে গিয়েছিল সেই জমিতেই বসা আছি।’


‘আমরা একেবারে হাহাকার অবস্থায় আছি। কাউকে বলতে পারি না। আমি ক্ষেত-খামারে মজুর হিসেবে কাজ করি। আপনি হয়তো চোখে দেখলে বুঝতেন কেমন আছি আমরা।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও