You have reached your daily news limit

Please log in to continue


পাহাড়ি ঢলে ভাঙল বাঁধ : ফসল ডুবির দায় কার?

সর্বশেষ ২০১৭ সালে যখন হাওর ডুবির ঘটনা ঘটল সেইসময় বাঁধ নির্মাণের কাজ না হওয়া, সামান্য মাটি আর বালু দিয়ে কোনো রকম বাঁধের কাজ করা, কাজ পেয়ে কয়েক হাতবদলসহ নানা অভিযোগ আলোচনায় আসে। অনেক অভিযোগের তদন্তে সত্যতাও পাওয়া যায়। কিন্তু প্রতিকার মেলেনি। 

এবারও হাওর অধ্যুষিত সাতটি জেলার ফসল হুমকির মুখে। আগাম পাহাড়ি ঢলে একের পর এক সুনামগঞ্জ, নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় হাওর তলিয়ে যাওয়ার খবর আসছে। অকাল বন্যায় অন্ধকার দেখছে কৃষক। চোখের সামনে ভাঙছে বাঁধ। ডুবছে আশার ফসল। তাই হাওর পাড়ের মানুষের মন ভালো নেই। চোখে জল। অনেকেই নিরুপায় হয়ে কাঁচা ধান কাটছেন। অথচ মাত্র ক’দিন পরেই ফসল ঘরে তোলার কথা ছিল। উৎসব হওয়ার কথা ছিল দেশের গোটা পূর্বাঞ্চলে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন