হাইপারসনিক অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্রসহ তিন মিত্র
সর্বাধুনিক হাইপারসনিক (শব্দের চেয়ে দ্রুতগতির) অস্ত্র তৈরিতে কাজ করছে তিন মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি অকাসের অংশ হিসেবে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হাইপারসনিক অস্ত্র প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে পারে। তাদের পরিকল্পিত অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারবে।