সূর্য না–ডোবার দেশেও রোজা রাখা হয়

প্রথম আলো সুইডেন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১৬:১০

উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের অনেক অংশেই গ্রীষ্মকালের একটা নির্দিষ্ট সময়ে আক্ষরিক অর্থে সূর্য ডুবতে দেখা যায় না। তেমনি শীতকালেরও একটা নির্দিষ্ট সময় সূর্য উঠতে দেখা যায় না। গ্রীষ্মকালের এ সময়টাকে ‘মেরু দিন’এবং শীতকালের এই সময়টাকে ‘মেরু রাত্রি’ বলা হয়। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনের কিরুনা শহর আর্কটিক সার্কেল বা উত্তর মেরু বলয়ের আরও ১৪৫ কিলোমিটার ভেতরে। এখানে গ্রীষ্মকালেও পর্বতের চূড়াগুলো সাদা বরফে ঢাকা থাকে। পুরো গ্রীষ্মকালেই রাতের আকাশ থাকে অনেকটাই আলোকিত। আর শীতকালে দিনের আলোর দেখা মেলা ভার।


এবার এপ্রিল মাসে রোজা শুরু হয়েছে, তাই সুইডেনের কৃষিখেতে কাজ করেছি সকালে। এক ঘণ্টা কাজ শেষে সবাই বলল, কফি টাইম ফিকা করব। আমি বললাম, তোমরা যাও, আমি কাজ করতে থাকি। সবাই একসঙ্গে বলল, না তুমিও আসো। আমি বললাম, আমি রোজা, গতকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে সবাই বলল, সরি রহমান, ভুলে গেছি যে রমজান শুরু হয়েছে। এ কথা শেষে তারা বলল, তাহলে আমরা কুইক ফিকা সেরে আসছি। সুইডিশ ফিকা বলতে দেশে আমরা বলি নাশতা করা। আমি বললাম, তাড়া নেই, তোমরা যখন খুশি আসো। গ্রুপের মধ্যে একজনের নাম জুং। সে বলল, রহমান, আমি রোজা রাখতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও