কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সংসদে ক্ষোভ

প্রথম আলো জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ০৮:৩২

বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে জাতীয় সংসদে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা। তাঁরা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। দামের ঊর্ধ্বগতির পেছনে যে সিন্ডিকেট কাজ করছে, একজন অভিজ্ঞ ব্যবসায়ী হয়েও বাণিজ্যমন্ত্রী তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন।


গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ‘বাণিজ্য সংগঠন বিল-২০২২’ পাসের আলোচনায় বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন বিরোধী দলের ১০ জন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির তিনজন, জাতীয় পার্টির ছয়জন ও গণফোরামের একজন সাংসদ।


বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, গ্যাসের অভাবে ঢাকায় হাহাকার চলছে। গ্যাসের দাম, তেলের দাম—সব বাড়ানো হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এ ক্ষেত্রে কিছু উদ্যোগ সরকার নিয়েছে। কিন্তু সেখানে স্বচ্ছতার অভাব আছে। তিনি বলেন, ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হয়ে সম্পদের পাহাড় গড়ছেন কি না, তা নিয়ে প্রশ্ন আছে। ক্ষমতার বলয়ে থেকে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। তারেক রহমান লন্ডন থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছেন, বিএনপির কারণে দ্রব্যমূল্য বাড়ছে—এসব অপ্রাসঙ্গিক কথা না বলে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।


সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সাংসদ রুমিন ফারহানা বলেন, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে হইচই হলো। ১৫ দিনে এক হাজার কোটি টাকা উঠিয়ে নিয়েছে সিন্ডিকেট। রুমিনের দাবি, সিন্ডিকেট হলো সরকার। সরকার আর সিন্ডিকেটের মধ্যে পার্থক্য নেই।


নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপির আরেক সাংসদ মোশাররফ হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও