কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিপ পরে প্রতিবাদ, বুলিংয়ের শিকার সাজু

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১৩:৪৪

গতকাল কপালে টিপ পরায় এক নারীকে হেনস্তা করা হয়। সেই ঘটনায় প্রতিবাদ জানিয়ে কপালে টিপ পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা সাজু খাদেম। একজন নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নিজেই বুলিংয়ের শিকার হচ্ছেন অভিনেতা।


এ নিয়ে কথা বলতে চাইলে মনঃক্ষুণ্ন সাজু খাদেম প্রথমেই বলেন, ‘এসব নিয়ে কথা বলে আর কী হবে! প্রতিবাদ করার সময়ও আমাদের বুলিংয়ের শিকার হতে হয়। একজন নারীর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তাঁর পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয়? কিন্তু আমার প্রতিবাদে মানুষ নানা রকম বাজে শব্দ ব্যবহার করে মন্তব্য করে গালি দিচ্ছেন। এ ধরনের নোংরা মানসিকতা যাঁদের, তাঁদের কী করা উচিত? তাঁরাও তো ইভ টিজার।’


সাজু খাদেম ফেসবুকে লিখেছেন, ‘লাল টিপ, লাল সূর্য।’ সেই স্ট্যাটাসে ঢুকে দেখা যায় একাধিক ব্যক্তি তাঁকে গালাগাল করেছেন। গালি ও তির্যক মন্তব্যগুলো লেখারও অযোগ্য। আপত্তিকর মন্তব্যগুলোর মধ্যে একজন লিখেছেন, প্রিয় অভিনেতার মানসিক সুস্থতা কামনা করি! কেউ কেউ লিখেছেন, ‘লিপস্টিক দিতেন, তাইলে না মানুষ অন্য কিছু ভাবত। আপনাকে হিজড়ার মতো লাগছে।’ এ ছাড়া অনেকেই তাঁকে ‘দালাল’ সম্বোধনও করেছেন। সাজু খাদেম বলেন, ‘টিপ, পোশাক বা অন্য যেকোনো প্রতিবাদের সময় যখন আমরা মা-বোনদের পক্ষে দাঁড়াই, তখনই এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। যে মানুষগুলো এসব নোংরামি করছেন, তাঁদের আইনের আওতায় আনা উচিত। তাঁরাই মানুষের ফেসবুক স্ট্যাটাসে বুলিং করছেন। তাঁদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের মামলা হওয়া উচিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও