কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অমিক্রনের ‘এক্সই’ উপধরনটি আসলে কেমন

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ০৬:৪৭

করোনাভাইরাসের অমিক্রন ধরনের একটি উপধরন শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে। প্রাথমিকভাবে হাতে আসা তথ্য–প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, অমিক্রনের মূল উপধরনটির চেয়ে এটি আরও বেশি সংক্রামক। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।


নতুন এ উপধরনের নাম দেওয়া হয়েছে ‘এক্সই’। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এক্সই ছাড়াও এক্সডি ও এক্সএফ নামে এ রকম আরও দুটি উপধরন পর্যবেক্ষণে রেখেছে। এক্সডি ফ্রান্স, ডেনমার্ক ও বেলজিয়ামে শনাক্ত বিএ.১ উপধরনের সংকর রূপ। এক্সএফ ডেলটা ও বিএ.১–এর পরিবর্তিত রূপ। ধরনটি শুধু ব্রিটেনে শনাক্ত হয়েছে।


যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা বলছে, নতুন শনাক্ত এক্সই নিয়ে উদ্বেগ হলো এটি অমিক্রনের দুটি উপধরন বিএ.১ ও বিএ.২–এর মিশ্রণ। অমিক্রনের এ দুই উপধরনে বিশ্বের অনেক জায়গায় করোনার নতুন নতুন ঢেউ দেখা দিয়েছিল। এ ছাড়া আগের শনাক্ত যেকোনো ধরনের চেয়ে এটি আরও দ্রুত বিস্তার ছড়াতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও