You have reached your daily news limit

Please log in to continue


সাঁতারে রেকর্ডের রেকর্ড, নেপথ্যে কাজ করেছে যা

জাতীয় সাঁতারে এবার ১৮ টি রেকর্ড হয়েছে। সাম্প্রতিক সময়ে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এত রেকর্ড হয়নি। এবার এত রেকর্ড হওয়ায় রেকর্ড হয়েছে। এত রেকর্ড হওয়ার পেছনে সাঁতার সংশ্লিষ্টরা টানা ক্যাম্পই কারণ বলে মনে করছেন। 

১৯ নভেম্বরে ১৯ জন নিয়ে জাতীয় ক্যাম্প শুরু হয়েছিল। পরবর্তীতে আরো ২ জন যুক্ত হয়। মাহবুব ও হামিদ এই দুই জন প্রশিক্ষকের অধীনে পাঁচ মাস প্রশিক্ষণ হয়। দুই কোচ এই প্রশিক্ষণকেই রেকর্ডের কারণ বলে মনে করেন, ‘যারা রেকর্ড করেছে তারা সবাই জাতীয় ক্যাম্পের। শুধুমাত্র একজন বাইরের। ক্যাম্পের প্রশিক্ষণের জন্যই এই সাফল্য।’

২০১৬ এসএ গেমসে রেকর্ড সহ দুই স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলার পর্যবেক্ষণ, ‘কয়েকটি বিষয় একত্রিত হয়েছে। নিবিড় অনুশীলন, আবহাওয়া, খেলোয়াড়-কোচেদের চেষ্টার সম্মিলনে এই রেকর্ড।’

বাংলাদেশের সাঁতারুরা প্রায় সবাই সার্ভিসেস সংস্থায় থাকেন। সেখানে অনুশীলন করলেও জাতীয় ক্যাম্পের অনুশীলনে ভিন্নতা রয়েছে বলে জানালেন সিনিয়র সাঁতারু মাহফিজুর রহমান সাগর, ‘শীতের সময় এখানে আমরা গরম পানিতে অনুশীলন করেছি। প্রয়োজনীয় সময় জিমও করেছি। এই সুযোগ সুবিধা অন্যত্র পাওয়া কঠিন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন