You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ ড্র নিয়ে ‘নাখোশ’ আর্জেন্টিনা কোচ

জমকালো আয়োজনে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। ‘সি’ গ্রুপে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর জন্য লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ড্র নিয়ে প্রশ্ন না তুললেও প্রতিপক্ষে সন্তুষ্ট হতে পারেননি মেসি-ডি মারিয়াদের কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার এক টিভি চ্যানেলে আলবিসেলেস্তেদের বস বলেছেন, ‘অভিযোগ করতে পারি না, কিন্তু সন্তুষ্টও হতে পারি না। আমরা মনে করি শক্ত একটি গ্রুপে পড়েছি। প্রতিপক্ষ দলের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

২০০৬ ও ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে পেয়েছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন লাতিন জায়ান্টরা। দুবারই বাধা উতরাতে পেরেছিল। এবার তাদের সমীহ করছেন মেসিদের কোচ।

‘ঐতিহাসিকভাবে মেক্সিকো আমাদের কঠিন প্রতিপক্ষ। তারা আমাদের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছে এবং অতিরিক্ত সময়ে আমরা জিতেছি। এটা (২০০৬ সালের বিশ্বকাপে) খুবই কঠিন ম্যাচ ছিল। বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাস আছে।’ বলেছেন স্কালোনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন