হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি
আইপি অনুমতি পাওয়ায় পরও দুই দিন থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতির (আইপি) মেয়াদের গত মঙ্গলবার ছিল শেষ দিন। এ কারণে আমদানিকারকরা আগের (আইপির) সব পেঁয়াজ বন্দরে প্রবেশ করান। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ভারত থেকে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়।
বন্দরে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ থাকায় দুই দিন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও বন্দরে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ আড়তগুলোতে পাইকারি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা দরে।