You have reached your daily news limit

Please log in to continue


চরকিতে মুক্তি পেয়েছে উত্তম-সুচিত্রার ১৭টি সিনেমা

যেন পুরোনো সিন্দুক থেকে মূল্যবান মণি-মুক্তা বের করে দিচ্ছেন উদার কোনো জাদুকর। মানুষ মিলেমিশে সেসব লুফে নেবে, উপভোগ করবে।

মূল্যবান রত্নভান্ডার বললে ভুল হবে? উত্তম-সুচিত্রার কালজয়ী বাংলা সিনেমাগুলো কি রত্নের চেয়ে কম দামি?


‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে/ সাত সাগর আর তেরো নদীর পারে’—গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা শ্যামল মিত্রের গাওয়া এই আবেশসঞ্চারী কথাগুলো কার মনে আঁচড় না কাটে? শুধু এই গানই কেন! গল্প, সংলাপ আর অভিনয়ে ‘সাগরিকা’ পরিপূর্ণ আর অতুলনীয় বাংলা সিনেমা। ‘সাগরিকা’ থেকে ‘সন্ন্যাসী রাজা’; এর মধ্যে আছে আরও ১৫টি ছবি। লিখলে বাড়াবাড়ি হবে না, মহাকালের কষ্টিপাথরে এসব খাঁটি সোনা!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন