কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রেনের টিকিট কালোবাজারিতে রেলের কর্মীরা?

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ০৮:১৩

চট্টগ্রাম কাউন্টারে ট্রেনের টিকিট না থাকলেও বেশি দামে মিলছে কালোবাজারিদের কাছে। তবে কালোবাজারিদের এসব টিকিট কৌশলে সরবরাহ করছে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। বুধবার (৩০ মার্চ) রাতে রেলওয়ে থানা পুলিশের হাতে গ্রেফতার ফয়সাল ও মজনু মিয়া নামে দুই ব্যক্তি এমন তথ্য দিয়েছেন। একই সঙ্গে অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


চট্টগ্রাম রেলওয়ে পুলিশ জানায়, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ টাকার একটি টিকিট ৩০০ টাকায় বিক্রির সময় ফয়সালকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি টিকিট উদ্ধার করা হয়। গ্রেফতার ফয়সাল জানান তাকে এসব টিকিট দিয়েছেন মজনু মিয়া নামে এক ব্যক্তি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতে স্টেশন এলাকা থেকে মজনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মজনু মিয়া জানিয়েছেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসব টিকিট বিক্রির জন্য তাকে দিয়েছেন। তবে ওসব কর্মকর্তা-কর্মচারীর নাম তিনি রেলওয়ে পুলিশকে জানাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও