অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কায় এবার স্ট্রিট লাইট বন্ধের উদ্যোগ

ঢাকা টাইমস শ্রীলঙ্কা প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১৮:২১

তীব্র অর্থনৈতিক সঙ্কটে পড়ায় বিদ্যুৎ সাশ্রয় করতে এবার স্ট্রিট লাইট বন্ধ করার উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির কয়েক দশকের ইতিহাসে এবারই সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে পড়ায় প্রধান শেয়ার বাজারে বিদ্যুৎ হ্রাস এবং গ্লানি নিয়ে এসেছে। দরপতন হওয়ায় বাণিজ্য বন্ধ করে দিতে হয়েছে।


দুই কোটি জনসংখ্যার এই দ্বীপ দেশটি দিনে ১৩ ঘন্টা পর্যন্ত বিদ্যুতবিহীন থাকছে কারণ বৈদেশিক মুদ্রার অভাবের কারণে সরকার জ্বালানি আমদানির জন্য অর্থ প্রদান করতে অক্ষম। বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ সংরক্ষণে সহায়তা করার জন্য আমরা ইতিমধ্যেই আধিকারিকদের সারা দেশের রাস্তার বাতিগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছি।’


চলমান পরিস্থিতি থেকে শীঘ্রই উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলে সতর্ক করে তিনি বলেন, প্রতিবেশী ভারত থেকে ৫০০ মিলিয়ন ক্রেডিট লাইনের অধীনে শনিবার ডিজেলের চালান আসার সম্ভাবনা রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও