চুল বড় করতে চাইলে ছাঁটতে হবে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১২:১২
কেশ বিন্যাস ছাড়াও চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিরতিতে ছাঁটা প্রয়োজন। চুল কাটা বলতেই যেন বোঝায় অত্যাধুনিক স্টাইল যেমন- ‘লেয়ার’, ‘স্টেপ্স’ কিংবা ‘ব্যাংস কাট’। তবে কোনো রকম স্টাইল করা ছাড়াও চুল ছাঁটা প্রয়োজন।
নিয়মিত চুল ছাঁটা চুলের বৃদ্ধিতে কতটা সহায়ক জানতে চাইলে ভারতের ল্যাকমি স্যালন’য়ের প্রধান প্রশিক্ষক অড্রি ডি’সুজা ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “নিয়মিত চুল ছাঁটা শুধু চুলের বৃদ্ধি দ্রুত করে না বরং এটা চুলের স্বাস্থ্য ভালো রাখে, দেখতে ঘন লাগে এবং উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে।”
চুল ছাঁটার সঠিক সময়
চুলকে স্বাস্থ্যকর ও সুস্থ দেখাতে তা নিয়মিত ছাঁটা প্রয়োজন। ডি’সুজার মতে, “চুলের স্বাস্থ্য ভালো ও উজ্জ্বলভাব ধরে রাখার জন্য চুল ছাঁটা গুরুত্বপূর্ণ। ঘন ঘন চুল ছাঁটা বিষয়টা শুনতে অনেকের কাছেই অদ্ভুত লাগতে পারে।