দুই মিনিটেই কমবে মশার কামড়ের যন্ত্রণা, রইল ৬ টিপস
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১৬:৩৪
গরম সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উৎপাত। সন্ধ্যার পর মশার কামড়ের যন্ত্রণায় ঘরে কিংবা বাইরে টিকে থাকা দায়। অন্যদিকে মশার বারবাড়ন্ত মানেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হানা। যা ভয়ের বেশ বড় কারণ। মশা কামড় দিলেই লাল দাগ, বেদনাদায়ক প্রদাহ আর চুলকানির হয়রানি। বিরক্তিকর এই চুলকানি থেকে দ্রুত মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে, যা বেশ কার্যকর। চলুন জেনে নেয়া যাক সেই প্রতিকারগুলো সম্পর্কে-