১৫ ধাপ এগোলেন তাসকিন, সেরা দশে সাকিব
বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের ছাপ পড়ছে তাসকিন আহমেদের র্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের তালিকায় লম্বা পদক্ষেপে ছুটে চলেছেন বাংলাদেশের এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে তার উন্নতি ১৫ ধাপ।
ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান ফিরে এসেছেন শীর্ষ দশে। ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে তামিম ইকবালের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬০তম স্থানে ছিলেন তাসকিন। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে গত সপ্তাহের হালনাগাদে তার উন্নতি হয় ১২ ধাপ।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগুন ঝরা বোলিং উপহার দেন তিনি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম বোলার হিসেবে নেন ৫ উইকেট। তাসকিনের জ্বলে ওঠার দিনে প্রোটিয়াদের মাঠে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।