৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আজ, বাড়ছে পদ

প্রথম আলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১১:৪৮

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এ বিসিএসে বাড়বে পদসংখ্যাও। আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে।


সূত্রটি জানিয়েছে, এ বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়বে।


৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে আজ পিএসসিতে বৈঠক রয়েছে। বৈঠক শেষে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।


এ বিসিএস পরীক্ষা করোনা মহামারির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। পিএসসিকে ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। সব মিলিয়ে এ বিসিএস করোনার কারণে পিছিয়ে পড়ে।


গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও