কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রাণ ও পরিবেশ ধ্বংস করে উন্নয়ন নয়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১৩:২৯

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বাংলাদেশের বন ও প্রাণবৈচিত্র্য নিয়ে প্রথম আলোয় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে যে তথ্য-উপাত্ত উঠে এসেছে, তা খুবই উদ্বেগজনক। বাংলাদেশের প্রধান তিন বনভূমিসহ প্রায় সব প্রাকৃতিক বনই দখল ও দূষণের শিকার।


প্রথম আলোর খবর অনুযায়ী, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের আকার দিনে দিনে ছোট হয়ে আসছে। ১৯০৪-২৪ সালে এ বনভূমির আয়তন ছিল ৭ হাজার ১৪২ বর্গকিলোমিটার। ২০১৫-১৬ সালে সেটি ৬ হাজার ৮৭১ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে বনের আকার আরও ছোট হয়েছে। সুন্দরবনের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প। কেবল বিদ্যুৎ প্রকল্প নয়, এর আশপাশে বেসরকারি উদ্যোগে আরও অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সুন্দরবনের ওপর মারাত্মক অভিঘাত তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও