রোবট নাদিয়া দিচ্ছে আইনি পরামর্শ

সমকাল প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৯:২৯

জীবনকে সহজ করে তুলতে মানুষ প্রতিনিয়তই কিছু না কিছু আবিস্কার করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গড়ে তোলা অসংখ্য যন্ত্রের মধ্যে অন্যতম রোবট। অনেক কাজই করা হচ্ছে রোবট ব্যবহার করে। তবে এবার ব্যতিক্রমী কাজে লাগানো হচ্ছে এই যন্ত্রমানবকে। রোবট দিচ্ছে আইনি পরামর্শ। মানুষকে সহজে ও দ্রুত আইনি পরামর্শ দিতে বিশেষ অ্যাপের সহায়তায় কাজ করে এই রোবট। ফোন, ট্যাব বা কম্পিউটার ব্যবহার করে রোবট উকিলের সাহায্য বা পরামর্শ নেওয়া যায়।সূত্র: ডয়চে ভেলে


নাদিয়া নামের বিশেষ এই রোবট উদ্ভাবন করেছেন কেনিয়ার তরুণ প্রকৌশলী হারমোন গ্রেভার। এটি যে কোনো আইনি সহায়তা দিতে পারে। যারা টাকার অভাবে আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য এটি সুখবর বয়ে এনেছে। গ্রেভার বলেন, এটি ব্যবহার করা সহজ এবং ধাপে ধাপে কাজ করা সম্ভব। রোবটটি ২৪ ঘণ্টাই মানুষকে সাহায্য করতে পারবে। কেনিয়ার স্থানীয় ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারে যন্ত্রমানবটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও