![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpunjab-20220328011615.jpg)
কোহলিদের বিশাল রান তাড়া করে শ্বাসরূদ্ধকর জয় পাঞ্জাব কিংসের
শেষ ৫ ওভারে প্রয়োজন ৫০ রান। ওভার প্রাতি প্রয়োজন ১০ রান করে। উইকেটে ব্যাটিং করছিলেন ক্যারিবীয় ব্যাটার ওডেন স্মিথ এবং ভারতীয় ব্যাটার শাহরুখ খান। ১৬তম ওভার বল করেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। কেবল একটা ছক্কা থেকে ৬ রান এলো। শেষ ৪ ওভারে প্রয়োজন ৪৪ রান। ওভার প্রতি প্রয়োজন ১১ রান করে।
১৭তম ওভারেও রানের চাকাটা বেশি ঘুরতে দিলেন না হার্শাল প্যাটেল। সব মিলিয়ে দিলেন মাত্র ৮ রান। বাকি থাকলো ৩ ওভার। রান প্রয়োজন ৩৬। ওভার প্রতি ১২ করে। এমন পরিস্থিতিতেই কি না জ্বলে উঠলেন ক্যারিবিয়ান ব্যাটার ওডেন স্মিথ। কচুকাটা হলেন পেসার মোহাম্মদ সিরাজ। তার ওভার থেকে ৩টি ছক্কা এবং একটি বাউন্ডারির মার মারলেন স্মিথ। এক ওভার থেকেই তুলে নিলেন ২৫ রান। শেষ ২ ওভারে প্রয়োজন পড়ে কেবল ১১ রান। ওভার প্রতি ৫.৫ রান করে। কিন্তু শেষ ওভারে খেলাটাকে নেয়ার প্রয়োজন মনে করলেন না শাহরুখ খান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে